
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ইঁদুরের বিষ খেয়ে দুই আপন ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলেন- উপজেলার শালিয়াবহ গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।
জানা যায়, বিকালে পারিবারিক কাজে শাহআলমের বাড়ির লোকজন ব্যস্ত থাকায় তাওহীদ ও তানজিলা ভুল করে ইদুর মারার বিষ খেয়ে ফেলে। পরে বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।