
বাগেরহাট প্রতিবেদকঃ
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গনসংযোগ করেছেন, চিত্রনায়ক শাকিল খান।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে চিত্রনায়ক শাকিল খান রামপাল উপজেলার রনসেন মোড় ও চাকশ্রীবাজারে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এসময় অনেকেই প্রিয় নায়ককে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। কোন কোন ভক্ত আবার নায়কের সাথে দেখা হওয়ার স্মৃতিকে স্থায়ী করতে সেলফিও তুলেছেন।
স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে দিয়ে কাজ করানো সম্ভব মনে করেন আর যদি মনোনয়ন দেন তাহলে দলের পক্ষ হয়ে কাজ করবো। দলের হয়ে কাজ করে আসছি, ভবিষ্যতেও করে যাবো।এছাড়া আমার বাপ দাদার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামে।
তিনি আরো বলেন, মোংলাকে ঘিরে ট্যুরিজম নিয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু বিগত সময়ে কিছুই করেননি। বন্দরের শিল্প এলাকায় স্থানীয় শিক্ষিত দক্ষ লোকদের চাকরিও হয়নি। দীর্ঘদিনে হয়নি মোংলা নদীর ওপরের ব্রিজ। তাই এ এলাকাকে ঘিরে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আমি যদি ওই জায়গায় যাওয়ার সুযোগ পাই তাহলে মোংলার সুন্দরবন ইউনিয়ন ও চিলা ইউনিয়নের জয়মনিতে ট্যুরিজম নিয়ে কাজ করবো।নেতাকর্মী ও রামপাল মোংলাবাসীর উন্নয়নে কাজ করা প্রতিশ্রুত দেন চিত্রনায়ক শাকিলখান।
লিফলেট বিতরণ ও গনসংযোগের সময় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, ইউপি সদস্য চম্পক কুন্ডু, আছাদুজ্জামান পল্টু, নারী ইউপি সদস্য শাহনাজ বেগম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ওয়াহিদুজ্জামান, মৎস্যজীবী লীগ নেতা এন্তাজ আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দিনব্যাপী রামপালের মল্লিকের বেড় ও গিলাতলাসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করেন তিনি।