
দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন শাখা যুবলীগের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১.টায় আউশকান্দি ইউনিয়ন পরিষদের হলরুমে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা যুবলীগের আহবায়ক গোল আহমদ কাজলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বী আহমেদ মাক্কুর সঞ্চালনায় প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একে, এম মঈন উদ্দিন চৌধুরী (সুমন),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, সহ সভাপতি সিরাজ মিয়া ওয়ার্ড সভাপতি আশিক মিয়া, নুমান মিয়া, আবুল কালাম, সহ ইউনিয়ন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
এছাড়া ও উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। ইকবাল আহমেদ বেলাল, সদরের সাবকে চেয়ারম্যান সাজু, এসময় আহবায়ক (সভাপতি) পদে সদস্য ফরম জমা দিয়েছেন আউশকান্দি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমদ জজ সহ আরো অনেকই।
এসময় নব নবগঠিত জেলা যুবলীগের নেতৃবৃন্দেরকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি নেতৃবৃন্দ। এর আগে আউশকান্দি ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ.কে এম মঈন উদ্দিন চৌধুরী সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ’র নবীগঞ্জ আগমন উপলক্ষে বিশাল শোডাউন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।