
দেলোয়ার হোসেন সোহেল
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রাজশাহী তানোর উপজেলার ২ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে মোট ৫৮ টি মুন্দিরে অনুদান ও পূজা মন্ডবের সদস্যদের সাথে মতবিনিময় করেন রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
চলতি মাসের ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে তানোর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউসার আহম্মেদ। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ বৃন্দরা উপস্থিত ছিলেন।
তানোর উপজেলার ৫৮টি পূজা মন্ডবে সরকারি অনুদান হিসেবে প্রতিটি মন্ডবে ৫শ কেজি করে চাল ও এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে প্রতিটি মন্ডবে ১০হাজার টাকা এবং ৭টি করে শাড়ি উপহার দেয়া হয়।