
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উঠান বৈঠক করেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মামারিশপুর গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফুল হক মকবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিক নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আঃ ওয়াদুদ মিয়া,
৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ ফকির, আওয়ামী লীগ নেতা মো:আশরাফ হোসেন, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, যুব নেতা, মো :এনামুল হক বিশাল, সাবেক ছাত্র নেতা মো: ফজ্জলে রাব্বী রানা, শ্রমিকলীগ নেতা তারেকুজ্জামান রন্টি, নিউটন সরকার, ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সৃজন সরকার, সাধারণ সম্পাদক আদি আহমেদ শাকিল, উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, যুগ্ন-সাধারন সম্পাদক হাসান আলী জনি, যুগ্ন-সাধারন সম্পাদক মো: নয়ন নিয়া, দপ্তর সম্পাদক হাসান আহামেদ শাকিল, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক তানভীর হোসেন প্রমূখ।