
প্রেস বিজ্ঞপ্তি
মুন্সিগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মোফাজ্জল হোসেন (৪০) র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিবিড় গোয়েন্দা নজরদারী ও পরিকল্পিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধী গ্রেফতার এবং আইনের আওতায় এনে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বিনোদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মোফাজ্জল হোসেন (৪০) পিতা- মৃত ইদ্রিস আলী মাতবর, মাতা- মৃত শিরি বানু, সাং- বিনোদপুর (মাতবর বাড়ি), থানা- মুন্সিগঞ্জ সদর মডেল, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) সারণীর ৯(খ) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০০/-(দশ হাজার টাকা) অর্থ দন্ড অনাদায়ে আরো ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। –বার্তা প্রেরক– কাজী শাহাবুদ্দিন আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ মোবাইল-০১৭৭৭৭১১১১১