
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের জয়নগর এলাকায় তালিমুল কুরআন মডেল মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান রিদম।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মজিবুর, জেলা ওলামা লীগের সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম, মাদ্রাসার পরিচালক আলী আহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরেফিন কায়সার শুভসহ মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ব্যাগ বিতরন করা হয়। শেষে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।