
মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ১১৪ পটুয়াখালী ৪ আসনের নৌকার প্রার্থী সাবেক এমপি জনাব মহিবুর রহমান মহিব বলেছেন, আগামী ৭ জানোয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী ৪ আসনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সব নেতা-কর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না।
এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।মঙ্গলবার (২৮ নভেম্বর ) রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পটুয়াখালী ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মহিব নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
এমপি মহিবুর রহমান মহিব বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল, এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে পটুয়াখালী ৪ রাঙ্গাবালী কলাপাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।
এ সময় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।