
প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় ০২/০৬/২০২৩ তারিখ ০৯১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ আলমগীর হোসেন (৪৮), পিতা-মৃত আলী মিয়া, সাং-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জকে ৩৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকা হতে অভিনব পদ্ধতিতে অবৈধ মাদক গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এর চালান নিয়ে এসে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।