
আল-আমিন হোসাইন, (পিরোজপুর) জেলা প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে নবাগত অফিসার ইনচার্জ মো: শাহ আলম হালাদারকে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলা অফিসার ইনচার্জের অফিস কার্যালয় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক খবরপত্র পত্রিকার নাজিরপুর প্রতিনিধি আকরাম আলী ডাকুয়া, সাবেক সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকা নাজিরপুর প্রতিনিধি সঞ্জিব কুমারা রায়, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার নাজিরপুর প্রতিনিধি এইচ, এম লাহেল মাহামুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের কন্ঠ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাজিরপুর সংবাদদাতা মো. আল-আমিন হোসাইন,
দৈনিক আজকের পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মাষ্টার উথান মন্ডল, দৈনিক সমকাল পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো: তাওহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার নাজিরপুর প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদার, দৈনিক কালের কন্ঠ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মোঃ অহিদুজ্জামান চঞ্চল প্রমূখ। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সকল ক্ষেত্রে সহায়তা কামনা করেন।