
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দিন দিন হাড়িয়ে যাচ্ছে গাছে গাছে মৌমাছির মৌচাক। এক সময় উপজেলার বিভিন্ন গাছে গাছে, ঘোয়াল ঘরের কোনায়, ছোনের রান্না ঘরে হরহামেশাই দেখা যেতো মৌমাছির মৌচাক।
এখন আর সচরাচর চোখে পড়ে না মৌচাক। আগের মতো বড় বড় বৃক্ষরাজি, ঘোয়াল ঘর, ছোনের ঘর না থাকায় প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌছে গেছে মৌমাছির মৌচাক। এক সময় চিল অথবা বাঁজ পাখি মৌমাছির মৌচাকে হানা দিতো মধু খাওয়ার জন্য। শুরু হয়ে যেতো মৌমাছির পাগলামি।
মৌমাছির কবল থেকে নিজেকে এবং গরু – ছাগলকে রক্ষার্থে পাড়ায় পাড়ায় খরের আগুন জ্বালিয়ে ধোয়া দেওয়া হতো। এমন দৃশ্য যদিও বড়দের জন্য হুমকি স্বরুপ হলেও ছোটদের জন্য ছিল আনন্দের।য়নানা তন্রেমন্রে মৌচাক থেকে মধু সংগ্রহ করে সংসার চালাতেন অনেক নিম্ন আয়ের মানুষেরা।
তাছাড়া এখন আর আগের মতো, ঘোয়াল ঘর, ছোনের ঘর, বন-জঙ্গল, গাছ-গাছরা না থাকা, খাচায় মৌমাছি বন্ধী, জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারনেই দিন দিন হাড়িয়ে যাচ্ছে গাছে গাছে মৌমাছির মৌচাক। এমনটাই মনে করছেন উপজেলার বিভিন্ন এলাকার মানুষেরা।