
মোঃ মোস্তফা মিয়া
রংপুরের পীরগঞ্জ উপজেলার বিদায় বেলায় অশ্রু সিক্ত পীরগঞ্জের (ইউএনও) বিরোদা রানী রায়। চোখে ছিল পানি তবুও মিষ্টি মুখে হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সর্বস্তরের সর্বসাধারণ ও রাজনৈতিক মহল বিভিন্ন পেশার পেশাজীবী সংগঠন এবং
৭১সংবাদ২৪.কম এর পক্ষ থেকে বিদায় জানালেন বিরোদা রানী রায়কে।
গত বুধবার (৭জুন) দুপুর ২:৩০ মিনিটে( ইউ এন ও) বিরোদা রানী রায় কে ৭১সংবাদ২৪.কম এর
সম্পাদক ও প্রকাশক মোঃ লাতিফুল সাফি (ডায়মন্ড) মহোদয়ের উদ্যোগে এবং নির্বাহী সম্পাদক,
মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ)
এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদকর্মী মোঃ সেলিম মিয়া, আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, ও সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ল্ড, পীরগঞ্জ পৌরসভার গাবুর আলী (মন্ডল) ৬নং টুকুরিয়া ইউনিয়নের, ও হাসান হোসাইন এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক। মোঃ হারুনুর রশিদ (মন্ডল) ব্যবসায়িক, সাবেক কাউন্সিলর শ্রী পবিত্র কুমার সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে উপজেলার সার্বিক বিষয় জানতে চাইলে তিনি জানান, আসলে পীরগঞ্জ এর মানুষ অতি সাদাসিধে প্রকৃতির মানুষ গুলোকে নিয়ে আমার বলার কিছু নেই তবে পীরগঞ্জের মাটি অনেক দামি সেই সাথে না বললে নয় আমি গর্বিত, যে নারী উপজেলা নির্বাহী অফিসার হয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শ্বশুর বাড়ি ও কন্যা ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মহোদয়ের নির্বাচনী আসনে (মা ও মেয়ে) যেভাবে নারী নেতৃত্বের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা কে উন্নয়নের দিয়ে এগিয়ে নিয়েছেন আমিও ঠিক সরকারের হাত কে শক্তিশালী করনের জন্য নির অলস ভাবে কাজ করার চেষ্টা করেছি জানিনা কতটুকু সফল হয়েছি।
এখানকার এমপি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার নির্দেশনায় পীরগঞ্জ উপজেলা কে ঘিরে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, এবং চলমান পীরগঞ্জ উপজেলার এতকিছু উন্নয়নের মাঝে কেউ কখনো আমাকে কোন কাজে বাধা গ্রস্থ করেনি। তিনি বলেন আমি আশা রাখি পীরগঞ্জ উপজেলা হবে উন্নয়নের রোল মডেল পীরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ শান্তি প্রিয় এবং একে অপরের সঙ্গে মাতৃত্ব পূর্ন সম্পর্ক বজায় রেখে চলতে পারার নাম মানবতা, এই পীরগঞ্জ বাসির ভালবাসা কখনো ভুলবার নয়। আমি যেখানেই থাকি না কেন পীরগঞ্জ বাসীকে স্মরণ করব এই বলিয়ে ধন্যবাদ জানাই।
রংপুরের পীরগঞ্জে, নবাগত (ইউএনও) হিসাবে,
মোঃ ইকবাল হাসান (৬ জুন) বিকালে যোগদান করেন তিনি পীরগঞ্জের নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন যে কোন বিষয়ে আলোচনা করতে পারেন, উনি একজন ভালো মানুষ, পরে ৭১ সংবাদ ২৪ নবাগত (ইউএনও) মোঃ ইকবাল হাসান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।