
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালীতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান তালুকদার পল্টন এর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে (৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরের দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয়দের আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দাসেরকাঠি গ্রামের স্থানীয় মুরুব্বী জিন্নাত আলী সরদার।
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মিরাজ মেম্বার, নির্মাণ শ্রমিক নেতা শহিদুল ইসলাম, সুমন খান, জসিম তালুকদার, আনোয়ার হোসেন, মিল্টন তালুকদার, বিশ্বজিৎ সমাদ্দার সহ আরো অনেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মনিরুজ্জামান তালুকদার পল্টন বলেন, আমাকে যদি আপনারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পরামর্শ নিয়ে বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করব। আমি বৈষম্য মূলক কোন কাজ করবো না। অবহেলিত কাউখালী কে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। কথায় নয় আমি কাজে বিশ্বাসী। বিগত উপজেলা পরিষদের যখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম তখন আমি অনেক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করেছি।