
তন্ময় শাহ্ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।
২৬ জুলাই বুধবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, এমপি গড়েয়া ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।
এসময় রমেশ চন্দ্র সেন, এমপি বলেন উন্নয়নের ধারা ঠিক রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মুহাম্মদ সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের সভাপতি এ্যাড, আ স ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি এ্যাড,অরুণাংশু দত্ত (টিটো), ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব,মো,মোশারুল ইসলাম, ১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব, মো,আফিজার রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মো,রইছ উদ্দিন সাজু মাষ্টার, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব, নজমুল হুদা শাহ এ্যাপোলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব, মিজানুর রহমান।
এসময়ে গড়েয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, প্রভাষক ও কলেজে কমিটির সকল সদস্য ও ছাত্র – ছাত্রী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তি বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। চার তলা একাডেমিক ভবনটির নির্মাণ ব্যায় দুই কোটি ষাট লক্ষ ও এক তলা একাডেমিক ভবনের নির্মাণ ব্যায় আশি লক্ষ টাকা ধরা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গড়েয়া ডিগ্রি কলেজের প্রভাষক সুমন রানা।