
কাউখালী (পিরোজপুর )প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর গিয়ে শেষ হয়।
পরে সকলের উপস্থিতিতে কেক কাটা পর উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রভাষক রবীন মুখোপাধ্যায়, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্ব পালন করেন শিক্ষক লিটন কৃষ্ণ কর।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদ ভবনে জয় সেট সেন্টার এর ফলক উন্মোচন করা হয়।