
রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামাগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জ্যোৎস্না (৩৫) কে গণধর্ষণ ও ৬ টুকরো করে লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত তিন আসামীর ফাঁসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় পৌর পয়েন্ট সামাজিক সংঘটন ফেয়ার ফেইসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেয়ার ফেইস জগন্নাথপুর’র সভাপতি সাইফুর রহমান মিনহাজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, ফেয়ার ফেইসের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আহমদ, জুয়েল মিয়া।এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মকবুল হোসেন ভুঁইয়া, সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম, নিহত জ্যোৎস্নার স্বামী সুরুক মিয়া, ছেলে সাইদ মিয়া সহ বিভিন্ন শ্রেণী -পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জগন্নাথপুরে বহিরাগতরা একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটাচ্ছে। জ্যোৎস্না হত্যার মতো নির্মম হত্যাকান্ড এর আগে কখনো ঘটেনি। বক্তারা আরো বলেন এই জঘন্য হত্যাকান্ডে শান্তি প্রিয় জগন্নাথপুর উপজেলার সুনাম বর্হিবিশ্বে ক্ষুন্ন হয়েছে। এ ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। বক্তারা এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের চিন্হিত করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।