
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ৭০ (সত্তর) পিস মাদক নেশাজাতীয় ইনজেকশন সহ সৌরভ হালদার (২৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।
শনিবার (০৯ মার্চ) রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকার যাত্রীছাউনির সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশনসহ তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী সৌরভ হালদার নলছিটি উপজেলার লক্ষণকাঠি এলাকার সুনিল হালদার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু. আতাউর রহমান।
রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।