
নিজস্ব প্রতিবেদক মোঃ সোহাগ।
তিনি হিন্দু-মুসলিম বৈদ্য সকল শ্রেণীর মানুষকে বিগত পাঁচ বছর ধরে তার ভালোবাসায় আঁকড়ে রেখেছেন। তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ সকল শ্রেণীর মানুষকে নিজের তরফ থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন।তিনি মানুষের মানুষের মধ্যে কোন ভেদাভেদ করেন নাই। তিনি মসজিদ মাদ্রাসা মন্দিরে তার সাধ্যমত অনুদান করে আসছেন।এছাড়া জনগণের উন্নয়নের জন্য রাস্তাঘাট মেরামত করেছেন,টিউবয়েল দিয়েছেন,, বয়স্ক লোকদের বস্ক ভাতা দিয়েছেন,বিধবা মহিলাদের বিধবা ভাতা দিয়েছেন, পঙ্গুদের পঙ্গু ভাতা দিয়েছেন।
এছাড়া তিনি গার্ডার ব্রিজ করেছেন নয়টা আয়রন ব্রিজ করেছে দুইটা।তার বক্তব্য আমি পাঁচ বছর আপনাদের মাঝে চেয়ারম্যান হিসেবে আপনাদের সুখে-দুখে বিপদে-আপদে আপনাদের পাশে ছিলাম।আমার বিশ্বাস আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারো আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আমি কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে যত উন্নয়নের কাজ বাকি আছে সবগুলো করব ইনশাআল্লাহ।