
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় গোয়ারী জোনাকির টেক পাকা রাস্তার মোহাম্মদ আলীর বাড়ী হতে বাহির পাথার ভায়া ভালুকা-বিরুনীয়া পাকা রাস্তা পর্যন্ত পুনঃ নির্মাণ করণ প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছে।
২৩ মার্চ (শনিবার) সকালে বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ওয়াসিকুল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এমএ ওয়াহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহ নাঈমা , রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা, ভালুকা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু মেম্বার, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, ভালুকা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ভালুকা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত পাঠান, বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম খান রাফি, ইউপি সদস্য সহ সর্বস্তরের জনসাধারণ।