
মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী
পটুয়াখালী সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক জেলা যুবলীগের আহাব্বায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল করিম সোয়েব। আজ সকাল ১০ টায় তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর পুরান বাজারে সাধারণ জনগণের কাছে দোয়া প্রার্থনা করতে গেলে জনগন তাকে অভ্যর্থনা জানান। এরপর পুরান বাজারে পথসভায় বক্তব্যে প্রার্থী হবার বিষয়ে ঘোষণা দেন তিনি।
পথসভার বক্তব্যে রেজাউল করিম সোয়েব বলেন, আমাদের এই উপজেলাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। যোগ্য নেতৃত্বের অভাবে এই উপজেলাটি এখোনো পিছিয়ে রয়ে গেছে। ইনশাআল্লাহ আমি এই এলাকার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবো।
https://web.facebook.com/Banglaralonews.gms/
এই উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন থাকবে না এবং কেউ দলীয় পরিচয় দিতেও পারবেনা সেক্ষেত্রে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে জনগণের সুবিধা হবে। জনগন চায় ভালো একজন প্রার্থী, কথা দিয়ে যারা কথা রাখেনা মানুষ তাদেরকে চায়না। বিন্দু মাত্র আমার ব্যাপারে আপনারা যদি খারাপ কিছু পান, আমি যদি কোনদিন কারো সাথে খারাপ আচারন করে থাকি, আমি যদি কারো সাথে বেয়াদবি করে থাকি, আমি যদি দূস্চরিত্রের হয়ে থাকি, তাহলে আমাকে আপনারা চাইবেন্না আমি আপনাদের সামনে ভোট চাইতে কোনদিন আসবোনা। আর যদি আমার ব্যাপারে শতভাগ ভালো পান আপনারা অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন্না ইনশাআল্লাহ। ইতি মধ্যে পটুয়াখালীতে নির্বাচনের উৎসব মূখর পরিবেশ শুরু হয়েগেছে। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করার অঙ্গীকার করেন এই আ’লীগ নেতা।