
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামে পানিতে ডুবে রুবেল নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রুবেল ওই গ্রামের রিয়াজ আকনের পুত্র ও বাইশকুরা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।
নিহতের পিতা রিয়াজ আকন বলেন, রোববার দুপুর ১২টার দিকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে খেলা করছিলো তার মা তাকে খুজঁতে গিয়ে প্রতিবেশীর একটি পুকুরে ভাসমান অবস্তায় রুবেল কে দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে রুবেলের লাশ ভাসতে দেখে ডাক চিৎকার করলে দুপুর ১টার দিকে এলাকাবাসী এসে রুবেলকে উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের মেডিকেল আফিসার আরিফ বলেন, রুবেল কে উপজেলা হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।