
ক্রাইম রিপোর্টার, সুমাইয়া আক্তার
কক্সবাজারের রাতে এক সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান নামে একজন সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে রামু চাকমার কোলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আতিকুর রহমান কুমিল্লা সেনানিবাসে কর্মরত। তার বাড়ি রংপুরে।
জানা গেছে, গত ২৪শে মার্চ কক্সবাজার বেড়াতে যায়। সেখান থেকে বাইকযোগে ফেরার পথে সোমবার চাকমার পোল এলাকায় একটি তেলবাহী লরির সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। বিষয়টি নির্শ্চিত করেন রামু হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় লরীটি জব্দ করা হলেও ড্রাইভারকে আটক করতে সম্ভব হয়নি।