
ক্যাম্পাস প্রতিবেদক:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৭ মার্চ) শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে ‘ল’ স্টুডেন্টস’ ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ড. এম জামালউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড.মো.মোস্তফা কামাল।
আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ নাহিদুল ইসলাম সভাপত্বিতে ও আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা মো: আব্দুল্লাহ আল ইউনুছ, জ্যৈষ্ঠ সিনিয়র সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, আইন বিভাগের প্রভাষক সাখাওয়াত সাজ্জাত সেজান, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক উম্মে হাবিবা জিতু।
এতে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ স্টুডেন্টস’ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ইসফার উজ জামান ইফাজ, ‘ল’ মুটিং সোসাইটির সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীব, ‘ল’ ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।