
মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক পটুয়াখালী
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও পথসভা শুরু করেছেন পটুয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, পটুয়াখালী সরকারি কলেজের সাভেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক জেলা যুবলীগের আহাব্বায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল করিম সোয়েব। তারই ধারাবাহিকতায় আজ বুধবার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের খাটাশিয়া বাজারে পথসভা করেন সোয়েব।
এ সময় পটুয়াখালী সদর উপজেলা কে একটি আধুনিক সুন্দর মডেল উপজেলা গঠন ও জনগণের অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম সোয়েব । পথসভায় বড় বিঘাই ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।