
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর ভিটাবাড়ীয়া নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মো: মশিউর রহমান মৃধা। তিনি বর্তমানে সুনামের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ মার্চ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক মো: মশিউর রহমান মৃধাকে সভাপতি সহ ১৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেন।
এ বিষয়ে আজ শুক্রবার নবনির্বাচিত সভাপতি মো: মশিউর রহমান মৃধা বলেন, তিনি উত্তর ভিটাবাড়ীয়া নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন বলে জানান।