
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩১ মার্চ ) উপজেলা অডিটোরিয়ামে মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি আঃ বারেক সিকদার, অধ্যাপক ইউনুস আলী সরদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান শামসুল আলম মৃধা, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খান মহাসিন প্রমুখ।
এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল রহমানের পরিচালনায় বিশেষ দোয়া-মোনাজাত হয়।