
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) সকালে পবা থানাধীন তরফ পারিলা এলাকা থেকে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসের নেতৃত্বে তাদের গ্রেফতার করে এসআই তাস উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো: শহিদুল্লাহ (৪২), লতিফ ইসলাম শুকট (৪০), শফিকুল (৪৫), জিনদার আলী (৩০), রুস্তম আলী (৪২), দূর্জয় (১৯), মিঠু (৪২), সাইদুর রহমান (৫৭), রহিদ (৩৫)। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।