বাংলাদেশ ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৩ জন দলনেতাসহ ১৮ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

আপডেট সময় ০৩:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

 

 

 

নিজস্ব প্রতিবেদক

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে র‍্যাব এ পর্যন্ত জঙ্গি, অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, এজাহারনামীয় আসামী, মলম/অজ্ঞান পার্টি, চোরকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

 

আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ও কিশোর গ্যাং চত্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা-পয়সা, মোবাইল স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। গত ২৬ মার্চ টঙ্গীতে র‍্যাবের কন্ট্রোল রুম স্থাপন করার পর থেকে ছিনতাই বিষয়ক প্রচুর অভিযোগ র‍্যাব-১ এর কাছে আসে।

এছাড়াও ঈদকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছিনতাই ঘটনার বিভিন্ন অভিযোগ র‍্যাব-১. স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের নিকট আসে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।

 

এরই ধারাবাহিকতায় গত ০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.৩৫ ঘটিকায় র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানীর একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে একটি সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত দলের কতিপয় সক্রিয় সদস্য একত্রিত হয়ে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। খাইরুল ইসলাম (২২) পিতা- শাহজালাল মিয়া, সাং-শিমুলিয়া মধ্যপাড়া, ২৬ নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-প্রফেসর এর বাড়ীর ভাড়াটিয়া, ছাপড়া মসজিদ, উত্তর বিলাসপুর, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ২। মোঃ লিটন মিয়া (২১) পিতা-মোঃ আজমত আলী, সাং-কেরামজানী চরপাড়া, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-জুলহাস ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া, ছাপড়া মসজিদ, উত্তর বিলাসপুর, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৩। আল-আমিন (২৬) পিতা-আব্দুল মোত্তালিব, সাং-কোনাপাড়া, আব্দুল্লাপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-জুলহাস ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া, ছাপড়া মসজিদ, উত্তর বিলাসপুর, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৪। মোঃ নয়নসাগর (২০) পিতা-মৃত বিল্লাল হক, সাং-রবিয়ারচর পশ্চিমপাড়া, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-, মাঝিরখোলা (অপুর মার বাড়ীর ভাড়াটিয়া), ভুরুলিয়া, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৫। মোঃ শাহরিয়ার হক তন্ময় (১৯), পিতা-বোরহান উদ্দিন, সাং- অষ্টমনিষা, থানা-ভাঙ্গুরা, জেলা-পাবনা, এ/পি সাং-জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড, (ফুড ভিলেজের পাশের বাড়ী), জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৬। মোঃ সজীব (২০) পিতা-মৃত সোবহান, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৭। সম্রাট সের নিয়াবাত (১৮) পিতা-মনির সের নিয়াবাত, সাং-গন্ডেরশর, থানা- বাবুগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-ছিদ্দিক স্যারের বাড়ীর ভাড়াটিয়া, ধীরাশ্রম, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ৮। শিমুল হাসান (২২) পিতা-মোঃ মিলন, সাং-বাসা নং-৫৯, বড়তলা মাঝার, ১০ নং গলি, থানা-হাজারীবাগ, ডিএমপি, ঢাকা, ৯। মোঃ শাহীন (১৮) পিতা-আঃ রহমান, সাং-রথখোলা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১০। মোঃ ইলিয়াছ ২২) পিতা-মোঃ ইব্রাহীম, সাং-বারোমারি, থানা-লালিতাবাড়ী, জেলা-শেরপুর, এ/পি সাং-রথখোলা (আলাউদ্দিন হাজীর বাড়ীর ভাড়াটিয়া), জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১১। মোঃ মাসুদ খান (২১) পিতা-মোঃ শাহজাহান, সাং-কলোহরী, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-রথখোলা (আলাউদ্দিন হাজীর বাড়ীর ভাড়াটিয়া), জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১২। মোঃ আল মামুন (২২) পিতা-মোঃ সুমন, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৩। মোঃ সোহাগ মিয়া (১৯) পিতা-গাজী রহমান, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৪। মোঃ সাইদুল ইসলাম (১৮) পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৫। মোঃ আলমগীর (১৯) পিতা- মোঃ শহীদ, সাং-পূর্ব চন্দনা, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৬। মোঃ সুজন মিয়া (২৫) পিতা-মৃত রজব আলী, সাং-বালিয়াচন্ডী, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর, এ/পি সাং- শাহাপাড়া (সিরাজের বাড়ীর ভাড়াটিয়া), জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৭। অমিত চন্দ্র দাস (১৮) পিতা-অজিত চন্দ্র দাস, সাং- মারকাজ ভুরুলিয়া, জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুর, ১৮। মোঃ মানিক (১৮) পিতা-গোলাম মোস্তফা, সাং-চরালি, পো-উচাখিলা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-চান্দনা (জনৈক হাকিম আলীর বাড়ীর ভাড়াটিয়া), জিএমপি, গাজীপুর সদর থানা, গাজীপুরদের’কে জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া, বিআইডিসি রোডের উপর, হাজী মৎস্য খামারের সামনে হইতে অদ্য ০৩/০৪/২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় গ্রেফতার করতঃ তাহাদের নিকট হইতে ০৯ (নয়) টি মোবাইল, ০৪(চার) টি লোহার তৈরী চাকু, ০২ (দুই) চাপাতি ও নগদ ৩৩২০ (তিন হাজার তিনশত বিশ) টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীরা পরস্পর যোগসাযোশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই সহ ডাকাতি করে মর্মে স্বীকার করে।

 

উল্লেখ্য যে, গাজীপুরবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত হতে গাজীপুরে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।