
খান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের কাঁচপুর সোনাপুর বটতলার রাস্তায় অজ্ঞাত এক অজ্ঞান ব্যক্তিকে পাওয়া গেছে। তার শরীর, চোখ, হাত এবং পায়ে ক্ষতর দাগ রয়েছে। তার বয়স বা নাম ঠিকানা কিছু জানা যায়নি।
এলাকাবাসীর কথা অনুযায়ী ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে কিছু লোক টাকা পাইতো তাই হয়তো পাওনাদাররা তাকে মেরে আহত করে অজ্ঞান অবস্থায় সোনাপুর বটতলায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান।
সোনাপুরের সাবেক মান্নান মেম্বার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে এবং কিছু টাকা উঠিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞাত ব্যক্তির পরিচয় কাহারো জানা থাকলে বা চিনে থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন।
যোগাযোগ করতে 01705-592555 , 01795-561111. নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইটে নক করুন।