
সাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদ ও মিলন সংঘের আয়োজনে জাতীয় দলের সাবেক ফুটবলার মোসাব্বের হোসেনের পিতা শহীদ মোফাজ্জল হোসেন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নিজপাড়া গ্রামে নিজ বাড়ীতে।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ মোফাজ্জল হোসেন স্মৃতি সংসদের উপদেষ্টা আব্দুল বারি, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সহ-সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, আয়কর আইনজীবি হুমায়ুন কবির খান মুকুল, কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মাহমুদুল হাসান পিন্টু, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান প্রমূখ।