
নিজস্ব প্রতিবেদক
রবিবার ০৭ এপ্রিল ২০২৪ ইংরেজি, বিকাল ২:০০ ঘটিকার সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও- মানাউরা গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন প্রত্যাশা যুব সংঘ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে, দু-গ্রামের হতদরিদ্র পরিবারের মধ্যে নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।
উপস্থিত ছিলেন, প্রত্যাশা যুব সংঘের উপদেষ্টা এম বশির আহমদ, মাষ্টার বদরুল ইসলাম, প্রত্যাশা যুব সংঘের সাবেক সভাপতি মোঃ ফয়েজ উদ্দিন, বদরুল ইসলাম বদর, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সভাপতি কে এম শাহিন আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখর উদ্দিন, অর্থ সম্পাদক জুয়েল আহমেদ মুমিন সহ প্রত্যাশা যুব সংঘের কর্মীবৃন্দ। উপস্থিত অতিথি বৃন্দ এই আয়োজন করার জন্য প্রত্যাশা যুব সংঘের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।
সভাপতি বলেন, আমরা সব সময় মানুষের পাশে দাঁড়াতে চাই, সবাই আমাদের জন্য দোয়া ও সহযোগিতা করবেন।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আমরা যে কোনো সংকটে আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে আপনাদের কল্যাণের জন্য কাজ করতে চাই,সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাই। পরবর্তীতে অনুপস্থিত মানুষের বাড়িতে প্রত্যাশা যুব সংঘের নেতৃবৃন্দ উপহার সামগ্রী পৌঁছে দেন।