
মুলাদী প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মুলাদীতে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরন সহায়তা হিসেবে বকনা বাছুর ও ছাগলের বাচ্ছা, খাদ্য ও ঔষধ বিতরন করা হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস অফিসারের কার্যালয় আয়োজিত বকনা বাছুর ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলম, মৎস অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ মৎস সমিতির মুলাদী উপজেলা সভাপতি এইচ এম জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এসময় ৪৮টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে একটি করে বকনা বাছুর ও ২০টি জেলে পরিবারের মাঝে ২টি করে ছাগলের বাচ্চা, খাবার ও ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু জেলেদের উদ্দেশ্যে বলেন, সরকার ইলিশ সম্পদ সংরক্ষনে আপনাদের বিভিন্ন ধরনের সহযোগীতা করে আসছে, আপনারা সরকারের নিষেধাজ্ঞার মধ্যে কেউ মা-ইলিশ নিধন কিংবা ঝটকা নিধন করবেন না।