
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের মধ্য নিলতী নিবাসী বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব রক্ষণ অফিসার মহসিন জোমাদ্দারের মৃত্যুতে তার গ্রামে বাড়িতে ১২ এপ্রিল শুক্রবার আসর বাদ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসাইন বাবলু জুমারদার,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফেজ নজরুল ইসলাম। উল্লেখ্য গত ৯ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা মহসিন জমাদ্দার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন।