
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনের চোখ এড়িয়ে ঈদ আনন্দ অনুষ্ঠানের আড়ালে চলছিল উল্লাস হাউজি মেলা। উল্লাস হাউজি মেলার ব্যানার ব্যবহার করে চলছিল হাউজি খেলা। মাদারগঞ্জ গার্লস স্কুল মাঠে রাত ৮টা থেকে শুরু হয়ে রাত ১টা পর্যন্ত প্রায় ২ থেকে ৩ হাজার লোকের উপস্থিতিতে চলছিল হাউজি খেলা। এই হাউজিকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলায় সমালোচনার ঝড় বইছে।
এলাকাবাসির সুত্রে জানা গেছে, ঈদ আনন্দকে সামনে রেখে উল্লাস হাউসি মেলার নাম ব্যবহার করে চলছিল হাউজি খেলা, এই খেলা আয়োজন করেছিলেন মিঠিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাদেকুল ইসলাম সাদা ও মাদারগঞ্জ হাট ইজারাদার আহসান হাবীব। জানা গেছে ১০০ টাকা সীটে খেলা হয়েছে দুই রাউন্ড, ২০০ টাকার সীটে খেলা হয়েছে দুই রাউন্ড এবং ৩০০ টাকার সীটে খেলা হয়েছে ১ রাউন্ড। শেষ রাউন্ডের পুরস্কার ছিল নগদ অর্থ ও মটর সাইকেল।
উল্লেখ্য হাউজি খেলাও এক প্রকার জুয়া। পবিত্র ঈদ-উল ফিতরের দিনে প্রশাসনের নাকের ডাগার উপর এই হাউজি জুয়া চলায় এলাকার ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ এবং নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন আমি এই বিষয় কিছুই জানি না এই খেলার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।