
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ।।
বাংলা নববর্ষ-১৪৩১ (পহেলা বৈশাখ) উপলক্ষে দেশবাসী ও দেশের বাইরে সকল বাঙ্গালীদের নবর্বষের শুভেচ্ছা জানিয়েছেন বুড়িচং প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক, জাতীয় দৈনিক জবাবদিহি, দৈনিক বাংলার আলো নিউজ, ডেইলি ফ্রন্টিয়ার নিউজ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আবদুল্লাহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা,শুভ নববর্ষ, নববর্ষ সবার মাঝে সব জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের দুঃখ, কষ্ট, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে সম্ভাবনার পথে এগিয়ে যাক ডিজিটাল বাংলাদেশ, বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো।
‘নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক সবার মাঝে, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি। নতুন বছর পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ।