
মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
এসএসসি-সিরাজগঞ্জ’৯৪ ব্যাচের ৩০ বছর উপলক্ষ্যে মিলনমেলা ও বন্ধু আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকালের শুরুতে ব্যাচের রেজিস্ট্রেশনকৃত সদস্যরা টিশার্ট, আইডি কার্ড ও মগসহ অন্যান্য সামগ্রী গ্রহন করেন। পরে কেক কেটে দিনটির শুভ সুচনা করেন, এসএসসি ৯৪ ব্যাচের সদস্যরা।
সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে শুরু হয় আলোচনা সভা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামীলীগ ও সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ রায়হান গফুর। শিশু, কিশোরসহ সব বয়সীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুষ্ঠ, সুন্দর পরিবেশে বিতরণ করা হয় দুপুরের খাবার (মধ্যাহ্ন ভোজ)।
সিরাজগঞ্জ ৯৪ ব্যাচ সদস্যদের মধ্যে জাহিদ হাসান রতন, এস এম রেজাউল করিম, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, আল-আমীন, আমিনুল ইসলামসহ ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। যারা বর্তমানে দেশের সরকারি, বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসহ বিভিন্ন ব্যবসা বানিজ্যে কর্মরত আছেন।