
ক্যাম্পাস প্রতিবেদক:
ওআইসির প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করবেন ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলী আকবর। আগামী সোমবার (২২ এপ্রিল) পাকিস্তানের করাচির খ্যাতনামা এনইডি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)র কমসটেক এবং রাশিয়ার আরএইইর যৌথ উদ্যোগে দুর্যোগ স্থিতি অবকাঠামো অর্থাৎ ভূমিকম্প, বন্যা, অগ্নিকান্ড ও সুনামির মত দুর্যোগ মোকাবিলায় স্থিতিশীল অবকাঠামো বিষয়ক দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন তিনি।
উক্ত প্রোগ্রামে অংশগ্রহনের জন্য ওআইসির ৫৭ টি সদস্য রাষ্ট্রের ৩০ জন শিক্ষক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং মোঃ আলী আকবর বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচিত প্রতিনিধি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করবেন।
কমসটেক ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি স্ট্যান্ডিং কমিটি এবং আরএইই হচ্ছে রাশিয়ান এসোসিয়েশন অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং, যা ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে কাজ করে। প্রশিক্ষণে দুর্যোগ প্রশমন কৌশল ও টেকসই উন্নয়ন নীতি অর্জনে গুরত্বারোপ করা হবে। পাশাপাশি পরিবেশ,অর্থনীতি ও অবকাঠামোর ঝুঁকি নির্ণয়, টেকসই প্রকৌশল ব্যবস্থাপনা বিষয়ে রাশিয়া এবং ওআইসির বিশেষজ্ঞ দল তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।