
মোঃ সোহাগ নিজস্ব প্রতিবেদক
ছয় কেজি গাঁজাসহ সোহেল (২৫) নামে এক গাঁজা বিক্রেতাকে বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার আমতলী উপজেলার শাখারিয়া বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক বিক্রেতা সোহেলের বাড়ী কুমিল্লা জেলার ধর্মপুর এলাকায়। তার বাবার নাম মোঃ কবির হোসেন।
জেলা গোয়েন্দা সুত্রে জানাগেছে, এক মাদক বিক্রেতা গাঁজাসহ শাখারিয়া বাস স্ট্যান্ড অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই জ্ঞাণ কুমার দাস অভিযান চালিয়ে সোহেল নামের একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে ছয় কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য সাড়ে চার লক্ষ বিশ হাজার টাকা।
এ ঘটনায় আমতলী থানায় শুক্রবার বিকেলে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামী সোহেল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটত পাঠানো হয়েছে।