
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে নিরাপদ সড়ক চাই একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এই বার্তা নিয়ে উপজেলার প্রবীণ ব্যক্তি ষাটোর্ধ্ব খসরুর প্রচারনা।
নিরাপদ সড়ক চাই একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এই বার্তা নিয়ে মাঠে নেমেছে উপজেলার বিভিন্ন স্থানে পথে পথে সতেচনা মূলক লিফলেট বিতরন করেছেন কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী আব্দুল লতিফ খসরু। ২১ এপ্রিল রবিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর বাজার টেম্পু ষ্ট্যান্ড থেকে প্রচারনার যাত্রা শুরু হয়। চিরাপড়া ব্রীজ সংলগ্ন টেম্পু ষ্ট্যান্ড, ডাক বাংলো মোড়, টেম্পু ষ্ট্যান্ড, বাস ষ্ট্যান্ড, আশ্রম মোড়, উত্তর বাজার রিক্সা ষ্ট্যান্ডে এ প্রচারনা চালানো হয়। রাস্তার ২ পাশে দাঁড়িয়ে থাকা জনসাধারণ খসরুর এই উদ্যোকে স্বাগত জানান।
উদ্দ্যোক্তা আব্দুল লতিফ খসরু জানান, সড়ক দূর্ঘটনা দিন দিন বেড়েই চলছে কোনো কিছুতে যেনো থামছে না সড়ক দূঘর্টনা। প্রতিদিন কোনো না কোনো স্থানে সড়ক দূর্ঘটনা ঘটছে। ফলে অসংখ্য মানুষ আহত এবং নিহত হচ্ছে। সড়ক দূর্ঘটনা রোধ করতে মানুষকে সচেতন করতে আমার এই উদ্যোগ। হয়তো এই উদ্যোগের ফলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে।