
মশিউর রহমান রাসেল,
ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি শহরের বড় বাজারের পুরান মাংসের বাজার সংলগ্ন সরকারী খাল দখলে বাধা দেয়ায় ভাষা সৈনিকের মেয়ে লাভলী বেগম (৪৮)কে মারধর করে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার সকাল সাড়ে ১১টায় এঘটনা ঘটে। গুরুতর আহত লাভলী বেগমকে প্রথম ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন।
আহতের ছেলে মামুন জানান, ঝালকাঠি শহরের বড় বাজারের পুরান মাংসের বাজার সংলগ্ন আমাদের বাসার পিছনের সরকারী খাল দখলের চেষ্টা চালায়। ওই এলাকার মৃত. হাবিবুর রহমানের পুত্র জুবায়ের, বেল্লালসহ বহিরাগত আরো ১৫/২০জন। এতে বাধা দেন ঝালকাঠির অন্যতম ভাষা সৈনিক মৃত. লাইলী বেগমের মেয়ে লাভলী বেগম।
কথা কাটাকাটির এক পর্যায়ে দলবল নিয়ে তার উপরে হামলা চালানো হয়। বেধরক মারধরে তার নাক, মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। নাক ফেটে রক্ত বের হলে তাকে নিয়ে সদর হাসপাতালে যাই। নাকে গুরুতর জখম হওয়ায় প্রাথমিক চিকিতসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সে এখন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিতসাধীন আছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনায় জুবায়ের ও বেল্লালের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলেও তাদের খুজে পাওয়া যায়নি।
সদর থানার এসআই গৌতম ঘোষ জানান, ঝালকাঠি শহরের বড় বাজারের পুরান মাংসের বাজার সংলগ্ন এলাকায় মারামারিতে এক মহিলা আহত হবার অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।