
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকৃতির খেয়ালে অবাক করার মতো একটি লাউ গাছের একটি বোটায় ২৫ টি লাউ ধরেছে। এ খবর ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভিড় করছেন।
এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের তসলিম হাওলাদারের লাউ গাছে।
লাউ দেখতে আসা একাধিক উৎসুক ব্যক্তি বলেন, আমরা শুনেছি একটি লাউ বোটায় অনেকগুলো লাউ ধরেছে। তাই স্বচক্ষে দেখতে এসেছি। দেখে খুবই অবাক হয়েছি।
ওই লাউ গাছের মালিক তসলিম বলেন, বাজার থেকে লাউ গাছের চারা কিনে কয়েক মাস আগে আমার বাড়ীর আঙ্গিনায় রোপণ করি। পরে আস্তে আস্তে গাছটি বড় হয় এবং স্বাভাবিক নিয়মে একটি বোটায় একটি করে লাউ ধরে। পরে লক্ষ্য করি ওই লাউ গাছটিতে অস্বাভাবিকভাবে একটি বোটায় অনেকগুলো লাউ ধরেছে। ধিরে ধিরে সে লাউ গুলো বড় হতে থাকে। তা থেকে কিছু লাউ ঝড়ে পড়ে গেছে। এখন ২৫ টি লাউ আছে। এ লাউ দেখার জন্য প্রতিদিন মানুষ আমাদের বাড়ীতে আসে।