
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব শিষ্যা গ্রামের সোহেল মীরের এক বছরের শিশু মোরসালিন ২৪ এপ্রিল বুধবার দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে খালে পড়ে যায়। খাল থেকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।