
এম এ কুদ্দুছ, প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কাযক্রম রেজিস্ট্রেশন শুরু। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, ইউপি চেয়ার ম্যান আবুল কাসেম আকন্দ, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা নজরুল ইসলাম ফকির ও সারোয়ার হোসেন শাহীন।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট সহ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। স্কিমে ৪টিস্তরে ভাগ করে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান প্রবাস : বিদেশে কর্মরত বা অবস্থানরত বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন।
পেনশন স্কিমের মেয়াদ শেষে দেশীয় মুদ্রায় পেনশন দেওয়া হবে। জাতীয় পরিচয় পত্র না থাকলে পাসপোর্টের ভিত্তিতে যুক্ত হতে পারবেন। মাসিক জমার পরিমাণ ২০০০, ৫০০০, ৭৫০০ ও ১০০০০ টাকা ৷ সুরক্ষা : স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য এ স্কিম। কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, গৃহিণী, তাঁতিসহ সব অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত ব্যক্তিগণ নির্ধারিত হারে জমা প্রদান করে এ স্কিমে যুক্ত হতে পারবেন। মাসিক জমার পরিমাণ ১০০০, ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা।
প্রগতি : বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য এ সুবিধা। প্রাতিষ্ঠানিকভাবে অথবা নিজ উদ্যোগে এককভাবে এ স্কিমে যুক্ত হওয়া যাবে। প্রতিষ্ঠান হিসেবে স্কিমে যোগ দিলে স্কিমের জমার ৫০ শতাংশ কর্মী এবং বাকি অংশ প্রতিষ্ঠান দিবে। মাসিক জমার হার ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকা। সমতা : দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (যাদের আয়সীমা বাৎসরিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) স্বল্প আয়ের নাগরিকগণের জন্য এ স্কিম। সমতা স্কিমে মাসিক জমার পরিমাণ ১০০০ টাকা।
যার মধ্যে জমাকারী জমা দিবেন ৫০০ টাকা এবং বাকি ৫০০ টাকা দিবে সরকার। বেঁচে থাকলে পেনশন পাওয়া যাবে আজীবন, মারা গেলে ১৫ বছর, সর্বজনীন পেনশন স্ক্রিমে নাম রেজিষ্ট্রেশন করতে- চলো যাই ইউনিয়ন পরিষদ : তথ্য ও সেবা কেন্দ্ধসঢ়;ৰ , নাম রেজিস্ট্রেশনের জন্য যা সঙ্গে আনতে হবে : ১। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। ২। আবেদনকারীর একটি ব্যাংক হিসাব নম্বর। ৩। একটি সচল মোবাইল নম্বর। ৪। নমিনীর জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ। শর্ত ও সুবিধা : আন্তর্ভূক্তির বয়স ১৮-৫০ বছর। পেনশন শুরু : ৬০ পেরোলে। ঋণ সুবিধা : জমানো টাকার ৫০%। চাঁদার টাকা কর রেয়াত সুবিধা। পেনশন :আয়করমুক্।
অনলাইনে নিবন্ধনওয়েবসাইটিি.িঁহরাবৎংধষ.ঢ়বহংরড়হ.মড়া ভুল তথ্য দিলে বাতিল চাঁদা জমা =মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক। টানা ১০ বছর দিতে হবে।