
মোঃ সোহাগ নিজস্ব, পটুয়াখালী
নজিরবিহীন কঠোর নিরাপত্তায় শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়ন ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন।
২৮ এপ্রিল রবিবার অনুষ্ঠিত এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে ভুরিয়া ইউনিয়নে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল আহমেদ (ঘোড়া)। রুবেল আহমেদ ভোট পেয়েছেন ৪৬৪২। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সরওয়ার ( আনারস) পেয়েছেন ২০১৬ ভোট।
এ ইউনিয়নে মোট ৮৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৭৮২ জন ভোটার ভোট প্রদান করেন। এ প্রদত্ত ভোটারের মধ্যে ৯৫ টি ভোট বাতিল হয়েছে। কমলাপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ছালাম মৃধা ( চশমা)।
ছালাম মৃধা ভোট পেয়েছেন ৯১৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দী মনির রহমান মৃধা ( আনারস) পেয়েছেন ৪৩৬৯ ভোট। এ ইউনিয়নে মোট ১৯,৮৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩৯১৩ জন। এর মধ্যে ২০৬ টি ভোট বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন রির্টানিং অফিসার পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজ।