
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ আসগর আলী (৪৮), নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় নগরীর মতিহার থানার বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ, এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তার আসামি মোঃ আসগর আলী, একই থানার খোজাপুর এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, ২০১৭ সালে মাদকদ্রব্য মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসগর আলী। সাজা প্রদান পর থেকেই সে পলাতক ছিলো। অবশেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এদিন তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।