
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর নব-গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি হোটেলে ওই সভায় পরিচিত পর্বের সবাইকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় মোঃ শাহ আলম হাওলাদারকে নব-গঠিত কমিটির সভাপতি ও মোঃ সাইদুল হকে সাধারণ সম্পাদক করে জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ-এর ২০২৪-২৬ সালের কার্যকালের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
আলোচনা সভায় জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর সভাপতি মোঃ শাহ আলম হাওলাদারের সভাপত্বিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মামুন সিকদার ও এম. এ জামান প্রমুখ।