
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনী রিপোটার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে ইউনিটি’র মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিটি’র সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন।
ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাত আলোর বার্তা সম্পাদক এমএ জাফরে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিটি’র সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, যমুনা টিভির স্টাফ করসপনডেন্ট মুহাম্মদ আরিফুর রহমান, সময় টিভি স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনীর সভাপতি এমরান পাটোয়ারী, ইউনিটির সাহিত্য সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন এবং বকুল আক্তার দরিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশিদ, ইউনিটির প্রচার সম্পাদক মফিজুর রহমান, সদস্য ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, সাহাব উদ্দিন ও দেলোয়ার হোসেন ঝন্টু, সাংবাদিক ইলিয়াস মোল্লা, এমএ আকাশ, আফতাব উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।