
মোঃ শাহীন হাওলাদার
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ সিকদার ও তার সহযোগী রাকিব ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার ( ৪ মে) রাত ৮টায় উপজেলার আমড়াগাছি ইউনিয়ন এর ময়দা গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা ময়দা গ্রামের আঃ মালেক সিকদার ও মোঃ রিপন ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) আক্তারুল হক অফিসার ফোর্সসহ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।
এদিকে, পারভেজ ও রাকিব গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকার বাসী বলেন, পারভেজ হল ৩ নং আমড়াগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত নানা বয়সী স্কুল-কলেজের ছাত্রদের মাদক সেবন করায় এবং এ বিষয়ে আমরা কিছু বলতে গেলে আমাদের হুমকি প্রদান করেন আমরা আইনের কাছে বিচার চাই যাতে ভবিষ্যতে এরকম পারভেজ আমাদের গ্রামে যেন আর তৈরি না হয়।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগে কোনো মাদক সেবনকারীর বা ব্যবসায়ী জায়গা হবে না। পারভেজ এর মাদকসহ আটকের ঘটনার সত্যতা যাচাইয়ে করে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ভাবে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।