
দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহী গোদাগাড়ী উপজেলায় আজ ৮ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমূখর” শান্তি পূর্ণ পরিবেশ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণ মূলক নির্বাচনে পুলিশ প্রশাসনের ভুমিকা ছিলো অতুলনীয় ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন।
ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত এই নির্বাচনে রীতিমতো ভোট যুদ্ধে বর্তমান চেয়ারম্যানকে পিছে ফেলে ঐতিহাসিক জয় পেলেও উপজেলা যুবলীগ নেতা ও গোদাগাড়ীর তরুণ সমাজের আইকন সমাজ সেবক দোয়াত কলম প্রতিকের প্রার্থী বেলাল উদ্দিন সোহেল।
নির্বিঘ্নে সারাদিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারি রিটানিং অফিসার জেবুন্নেসা শাম্মী।
তিনি জানান, গোদাগাড়ী উপজেলা দোয়াত-কলম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩২৮ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার তালা প্রতীক নিয়ে ৪১ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। তিনি পেয়েছেন ৬৪ হাজার ৪৮৯টি ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই গোদাগাড়ী উপজেলা চত্বরে আনন্দ উল্লাস করেন দোয়াত কলম প্রতিকের সমর্থকরা।
আনন্দঘন মুহূর্তে নির্বাচনে জয়ী চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল উপজেলা বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গোদাগাড়ীতে ভালোবাসার জয় হয়েছে ভালোবাসার প্রতীক দোয়াত কলমে ভোট দেওয়ার মাধ্যমে তা প্রকাশ হয়েছে।
ভোটারদের মাঝে নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচটি বছর চেয়ারম্যান হিসেবে কাজ করার পাশাপাশি সকল শ্রেণী পেশা মানুষের সুখ দুঃখের সাথী হয়ে আগামীতে পথ চলতে চান তিনি।