
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে আবদুল করিম শান্ত ও আবদুল রহিম শাওন নামে যমজ দুইভাই এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। তারা দুইভাই নম্বরও পেয়েছে অভিন্ন।
যমজ দুইভাইয়ের এমন সাফল্যে তাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা-সহ এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ দেখা গেছে।
যমজ দুইভাই শান্ত ও শাওন উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের প্রবাসী খোকন হাওলাদার ও ঝুমুর বেগম দম্পতির ছেলে। বর্তমানে তারা সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় একটি ভাড়াঘর নিয়ে বসবাস করেন।
জানা গেছে, যমজ দুইভাই শান্ত ও শাওন সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা একসঙ্গেই সুবিদখালী রোকেয়া খানম বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। গত সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, যমজ ওই দুইভাই প্রত্যেকে ৯৬৯ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
শান্ত ও শাওন বলেন, আমরা যমজ দুইভাই একই বিদ্যালয়ে পড়েছি, একই ক্লাসে এবং একইসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। এতে খুবই আনন্দিত হয়েছি আমরা। বাবা-মা সবসময় আমাদের ভালো রেজাল্ট করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে ডাক্তার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছে আছে আমাদের।
মেধাবী দুই যমজের বাবা খোকন হাওলাদর বলেন, আমার যমজ দুই ছেলে ছোটবেলা থেকেই খুবই মেধাবী। ওরা দুইভাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। এসএসসিতে তাদের এই ফলাফলে আমি সহ আমার পরিবারের সকলেই অত্যন্ত খুশি হয়েছি। তারা দুইভাই সামনে আরও ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করি।
সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল বলেন, ‘শান্ত ও শাওন যমজ দুই ভাই ষষ্ঠ শ্রেণী থেকেই খুবই মেধাবী ছাত্র ছিল। তাছাড়া ওরা অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। স্কুল জীবনে কখনো ওদেরকে শাসন করতে হয়নি। নিজেরাই সবসময় পড়ালেখার প্রতি মনোযোগী ছিল। তাদের এ সাফল্যে আমরা গর্বিত। দোয়া করি ওরা ভবিষ্যতে অনেক বড় অফিসার হোক।